শুরু হচ্ছে খুলনায় ০৩ দিনব্যাপী ফিল্ম কোর্স। যৌথ আয়োজনে: পিসিএম খুলনা PCM Khulna ও জেলা শিল্পকলা একাডেমি, খুলনা । কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের জন্য খুলনায়, আগামী ১২, ১৩ ও ১৪ মে ২০২২ তারিখে এই কোর্সটি অনুষ্ঠিত হবে। প্রথম মন্তব্য ঘরে অনলাইন আবেদন ফরমের লিংক দিয়ে দেওয়া হলো। এছাড়া সরাসরি আবেদন ফরম পাওয়া যাবে সংগঠন দু’টির অফিসে। সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
Online Registration Form Link: https://docs.google.com/forms/d/1a9pVRUmFnqyDB4sTnLBBeU3TFPzMHIutH5_A26fw2sY/edit
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস